চট্টগ্রাম, , রোববার, ১০ নভেম্বর ২০২৪

admin

চিকিৎসা শেষে দেশে ফিরছেন চসিক মেয়র আ জ ম নাছির

প্রকাশ: ২০১৭-১১-২৮ ১৭:৪৯:৩৭ || আপডেট: ২০১৭-১১-২৮ ১৭:৪৯:৩৭

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরছেন।

মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৪টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়র অবতরণ করবেন।

এর আগে ২১ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে মেয়র চট্টগ্রাম ত্যাগ করেছিলেন।

গত ঈদুল আজহার আগে মেয়রের আন্দরকিল্লাস্থ নিজ বাসায় পা পিছলে কোমরে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মেয়র থাইল্যান্ড যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *