চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

লোহাগাড়ার সেই দুই চাঁদাবাজ ফের মোবাইল ছিনতাইকালে জনতার হাতে আটক

প্রকাশ: ২০১৭-১১-২৮ ০০:০২:৫০ || আপডেট: ২০১৭-১১-২৮ ০০:০২:৫০

মোঃ এরশাদ লোহাগাড়া (চট্টগ্রাম )প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মটর ষ্টেশনস্থ মোবাইল মার্কেটের সামনে থেকে ২৭শে নভেম্বর রাত আনুমানিক ৮টায় এক পথচারীর হাত থেকে মোবাইল ছিনতাই করার সময় স্থানীয় জনগনের হাতে আটক হয়েছে দু’জন ছিনতাইকারী।

ছিনতাইকারীরা হলেন লোহাগাড়ার হলু হাজির পাড়ার মৃত শামশুল ইসলামের পুত্র ইসমাইল,  এবং চকরিয়া উপজেলার আব্দুল হাকিের পুত্র রেজাউল করিম, বর্তমান ঠিকানা আমিরাবাদ স্কুল রোড।

উল্লেখ্যঃ উক্ত ছিনতাইকারীরা গতরাত ঠিক একই সময় উপজেলার বটতলী মটর ষ্টেশনস্থ হাজ্বী বদিউর রহমান মার্কেটের সামনে অবস্থানরত প্রতিটি হকার দোকানীদের কাছ থেকে অাওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদা নেওয়ার সময় দু’জনকে  হাতেনাতে আটক করেছে বটতলী শহর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী এবং লোহাগাড়া বটতলী কর্মচারী কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি মিজবাহ উদ্দিন রাজিব সহ স্থানীয় জনতা।

পরে তাদের অভিবাবকদের ডেকে ভয়ভীতি দেখিয়ে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।ছেড়ে দেওয়ার ২৪ঘন্টার মধ্যে তারা আবারও জড়িয়ে পড়ে মোবাইল ছিনতাইকারী কাজে।

এব্যাপারে লোহাগাড়া বটতলী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ও বটতলী শহর পরিচালন কমিটির সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী মিছবাহ উদ্দিন রাজিব বীর-কন্ঠকে বলেন, গতকাল তাদের চাঁদাবাজিকালে হাতেনাতে ধরার পরও পরবর্তীতে ভাল হওয়ার একটা সুযোগ দিয়ে তাদের অভিবাবকদের ডেকে মুছলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলাম,

কিন্তু তারা আজকে আবারো জনতার হাতে ধরা পড়লো মোবাইল ছিনতাই করার সময়।  এবার তাদের আর কোন সুযোগ নাই, তাদের আইনের হাতে সোপর্দ করে দিয়েছি।

এব্যপারে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম(বার)  বীর-কন্ঠকে জানান,

আমি ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসআই জহিরকে পাঠিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *