admin
প্রকাশ: ২০১৭-১১-২৯ ১৪:১৭:৪০ || আপডেট: ২০১৭-১১-২৯ ১৪:১৭:৪০
বীর কন্ঠ ডেস্ক:
তিন মাস ধরে পানির নিচে পাটাতন ডুবে থাকা ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি রোববার বিকেল থেকে জনসাধারণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সেতু থেকে কাপ্তাই হ্রদের পানি সরে গেলেও শনিবার অবধি পর্যটক চলাচল করতে দেয়া হয়নি। রোববার বিকেল থেকেই আংশিকভাবে সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়েছে সেতুটি। এমনটাই জানিয়েছেন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা আরো জানিয়েছেন, মাত্রই সেতুটির উপর থেকে পানি নেমে গেল। এখন সেটি চলাচলের জন্য উপযুক্ত কি না- তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার করা হবে। যদিও রোববার বিকেল থেকে আংশিকভাবে সেতুটি খুলে দেয়া হয়। তিন মাস সেতুটি পানির নিচে তলিয়ে থাকায় পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে।