চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

অাজিজনগর স্বাস্হ্য ও পরিবার কেন্দ্রের সমন্বয় সভা অনুষ্টিত

প্রকাশ: ২০১৭-১১-৩০ ১৪:০৪:০২ || আপডেট: ২০১৭-১১-৩০ ১৪:০৪:০২

 

নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:

লামা উপজেলার অাজিজনগর ইউনিয়নের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালনা কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অাজ সকাল ১০ টায় অাজিজনগর স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্টিত হয়েছে।

 

অাজিজনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন কোং,র সভাপতিত্বে অনুষ্টিত সমন্বয় সভায় উপস্হিত ছিলেন

অাজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিক অাহামদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান অালহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব শফিউল অালম,স্বাস্হ্য পরিদর্শক জনাব দিদারুল ইসলাম চৌং,সহ-স্বাস্হ্য পরিদর্শক জনাব অামজাদ হোসেন চৌধুরী, বীরকন্ঠের বিশেষ প্রতিনিধি  জনাব নাজিম উদ্দীন রানা, জনাব জিন্নাত রেহানা FWV, সুপ্রিয়া দে FWV,রেহেনা অাক্তার FWV,ফোরকান অারা বেগম FWA,খাইরুন্নেছা বেগম FWA,জনাব জুনাইদুল ইসলাম CHCP প্রমূখ।

সভায় স্বাস্হ্য পরিবার কল্যান কেন্দ্রের প্রতিনিধিরা তাদের বিভিন্ন কর্মকান্ড ও সমস্যা তুলে ধরেন।স্বাস্হ্যসেবা জনগণের মৌলিক অধিকার, সরকারের স্বাস্হ্য মন্ত্রনালয়ের সেবা প্রতি ঘরে ঘরে পৌছে দিতে  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যান কেন্দ্রের বিনামূল্যে ডেলিভারী,মাতৃত্বকালীন সেবা,প্রসব পূর্ববর্তি সেবার মান বৃদ্ধি হয়েছে।ডেলিভারীর ক্ষেত্রে পানির সমস্যার কথা তুলে ধরেন সহ-স্বাসহ্য পরিদর্শক জনাব অামজাদ হোসেন চৌধুরী তুলে ধরেন।জনাব জসিম উদ্দীন কোং অতিশীঘ্রই এ সমস্যা সমাধানের অাশ্বাস দেন।

 

উল্লেখ্য যে ২০১৬-১৭ বছরে পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্যসেবায় অাজিজনগর ইউনিয়ন উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *