admin
প্রকাশ: ২০১৭-১১-৩০ ১৪:১৮:৫০ || আপডেট: ২০১৭-১১-৩০ ১৪:১৮:৫০
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী মহিম (৩৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নগরীর পাঁচলাইশ থানার শমসের পাড়া ডেন্টাল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মহিম চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানাধীন হাজী পাড়া মো. মিয়া সওদাগর বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে।তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।
র্যাব-৭-এর মিডিয়া অফিসার মিনতানুর রহমান জানান, র্যাবের একটি বিশেষ দল টহল দেওয়ার সময় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার শমসের পাড়া ডেন্টাল কলেজ এলাকায় এক দল সন্ত্রাসী গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী শনাক্ত করে লাশটি সন্ত্রাসী মহিমের।
এসময় একটি একে-২২ এসএমজি, একটি পিস্তল, একটি রিভলবার ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।