admin
প্রকাশ: ২০১৭-১১-৩০ ১৬:৩০:৫১ || আপডেট: ২০১৭-১১-৩০ ১৬:৩০:৫১
সুজন দাশ :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের, সুখছড়ী গ্রামের মজুমদার বাড়ী(প্রকাশ মুন্দার বাড়ী) নিবাসী মধু দাশ এর পুত্র, বাংলাদেশ পুলিশ এ কনস্টেবল পদে নতুন নিয়োগ প্রাপ্ত, নারায়ন গঞ্জে কর্মরত অভি দাশএর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
বিশ্বস্থ সূত্রে জানা গেছে আজ সকালে চাকুরীস্থলে নিয়মিত প্যারেডে অংশ নিতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, পরে ঐখানে কর্তব্যরত চিকিৎসক ব্রেইন স্ট্রোকে মারা যায় বলে নিশ্চিত করেছে।
এদিকে নিহতের পরিবারের কাছে মৃত্যু সংবাদ পৌঁছানে হয়েছে বলে নিশ্চিত করেছে লোহাগাড়া থানা পুলিশ।
পারিবারিক সুত্রমতে জানা যায়, সদ্য প্রয়াত অভি দাশ ঐ পরিবারের বড় সন্তান। অল্প কিছু দিন আগে পুলিশে কনস্টেবল পদে যোগাদান করে। এর আগে কিছু দিন সেনাবাহিনীতে ও কর্মরত ছিলো। ওদের বাড়ীতে গিয়ে দেখা যায় প্রিয় সন্তান হারিয়ে শোকে বিহ্বল তার পিতা মাতা, এলাকায় চলছে শোকের মাতম।