চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

তাহের শাহ’র নেতৃত্বে চট্টগ্রামে বর্ণাঢ্য জশনে জুলুস

প্রকাশ: ২০১৭-১২-০২ ১২:০৩:৫৭ || আপডেট: ২০১৭-১২-০২ ১২:০৩:৫৭

 

বীর কন্ঠ ডেস্ক:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। মহানবী হযরত মুহাম্মদ (স:) এ দিনে জন্মগ্রহণ করেন। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি উৎযাপন করেছে। এ উপলক্ষে বন্দর নগরীতে চলছে জশনে জুলুস। জশনে জুলুস উপলক্ষে শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ রাস্তার দু’প্রান্তে হুজুর কেবলাকে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন।

মহানবীর বংশধর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ’র নেতৃত্বে শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর ষোলশহরে জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে এ জুলুস বের হয়।

 

জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জুলুশটি শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ চকবাজার, প্যারেড ময়দানের পূর্বপাশ, চন্দনপুরা, সিরাজুদ্দৌলা সড়ক, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, কদম মোবারক, চেরাগি পাহাড়, জামালখান, প্রেসক্লাব, খাস্তগীর স্কুল, গণি বেকারি, চট্টগ্রাম কলেজ, প্যারেড ময়দানের পশ্চিম পাশ হয়ে পুনরায় কাতালগঞ্জ, মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসবে।

 

জামেয়া ময়দানে দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে জোহর নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।- —সিটিজি  টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *