চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

স্মার্টকার্ড বিতরণ শুরু খাগড়াছড়িতে

প্রকাশ: ২০১৭-১২-০২ ১২:৩২:১৯ || আপডেট: ২০১৭-১২-০২ ১২:৩২:১৯

 

বীর কন্ঠ ডেস্ক:

খাগড়াছড়িতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। ভারত প্রত্যাগত পাহাড়ী শরণার্থী পুনর্বাসন বিষয়ক ফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরার হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম।

শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। পরে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফি, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদসহ নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় জনগণ।

 

এদিকে, নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে খাগড়াছড়ি পৌরসভাসহ সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৭৭ হাজার ৪১৯ জনের হাতে এ স্মার্টকার্ড তুলে দেয়া হবে। পরে জেলার সব উপজেলায় এই নতুন পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *