admin
প্রকাশ: ২০১৭-১২-০৩ ১৯:৪৮:৪৩ || আপডেট: ২০১৭-১২-০৩ ১৯:৪৮:৪৩
বীর কন্ঠ ডেস্ক:
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া যতই উত্তরাধিকার বানানোর চেষ্টা করুক না কেন, তারা জনগণ ও জেলের ভয়ে দেশে আসবে না। তারা বিদেশ থেকেই বাংলাদেশে রাজনীতি করতে চায়। এইসব ভীতু উত্তরাধিকার দিয়ে কখনো রাজনীতি হবে না।
তিনি বলেন, জুলুমকে যারা ভয় পায় তারা কখনো বড় নেতা হতে পারে না। বছরের পর বছর বিদেশে থেকে শুধু হুঙ্কার দেয়। দেশে এসে রাজনীতি করার সাহস তাদের নেই। দূর পরবাস থেকে শুধু সমালোচনা করা ছাড়া তাদের কোন কাজ নেই।
রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণ যখন প্রসংশিত হয়েছে, তখন বিএনপি সরকারের সমালোচনায় ব্যস্ত। নির্বাচনে ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।
রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের সম্মানের সাথে পূর্ণ নাগরিকতা পাওয়ার ব্যবস্থা করেই মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
পর্যটন ও প্রতিবেশ রক্ষার স্বার্থে রোহিঙ্গাদের ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে সরিয়ে নেয়া হবে বলে জানান মন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়মী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সায়মুম সরওয়ার কলম, আশেক উল্লাহ রফিক এমপি, সামসুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামী লীগ নেতা জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার পৌর আওয়ামী লী সভাপতি নজিবুল ইসলাম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী এর আগে সকালে কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় যোগ দেন।সূত্র – পরিবর্তন