চট্টগ্রাম, , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

admin

অটোরিক্সা উল্টে মাছ ব্যবসায়ী নিহত হাটহাজারীতে

প্রকাশ: ২০১৭-১২-০৪ ১৫:১৯:৪৩ || আপডেট: ২০১৭-১২-০৪ ১৫:১৯:৪৩

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীস্থ মুহুরীহাট বটতল এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা উল্টে মাহমুদ (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

তিনি হাটহাজারী উপজেলাধীন মেখল ইউনিয়নের ইছাপুর সৈয়দ বাড়ীর মৃত নুরুল হকের পুত্র ও ইছাপুর বাজারের প্রবীণ মাছ ব্যবসায়ী।

 

নিহতের পুত্র আনিস জানান, তিনি ও তার পিতা পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির বিবিরহাট থেকে মাছ কিনে বিক্রির উদ্দেশে সিএনজি চালিত অটোরিক্সাযোগে ইছাপুর বাজারে যাচ্ছিলেন। মুহুরীহাট বটতলের সামান্য উত্তরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিক্সাটি উল্টে যায়। এ সময় পেছন থেকে অপর একটি অটোরিক্সা এসে তার বাবাকে সজোরে ধাক্কা দেয়। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তার পিতাকে মৃত ঘোষণা করেন।

 

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (মিডিয়া) তৌহিদুল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে চমেকে নেয়ার পথে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *