admin
প্রকাশ: ২০১৭-১২-০৪ ২২:১০:৫৭ || আপডেট: ২০১৭-১২-০৪ ২২:১০:৫৭
মিজবাউল হক, চকরিয়া :
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামকে কারাগারে প্রেরণ করেছে আদালত। ৪ ডিসেম্বর চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, চকরিয়া পৌরএলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা গোলচেহের বেগম বাদি হয়ে ২০১৬সালের ২৯ নভেম্বর আদালতে একটি মারামারি মামলা দায়ের করেন। নজরুল মামলায় এজাহার নামীয় আসামী। গতকাল সোমবার নজরুল আদালতে উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। নজরুল ইসলাম ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।