admin
প্রকাশ: ২০১৭-১২-০৪ ১৫:০৭:৫৩ || আপডেট: ২০১৭-১২-০৪ ১৫:০৭:৫৩
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ মো. মুনির ওরফে কানা মুনিরকে (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চকবাজার কাঁচাবাজার এলাকায় সৈয়দ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) মো.শামীম আহম্মদ জানান, সৈয়দ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন মুনির। তিনি একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘরের মাটি খুঁড়ে ১৫ কেজি এবং ঘরের ভেতরে বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় আরো ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।- সূত্র – পরিবর্তন