চট্টগ্রাম, , সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

admin

পেকুয়ায় স্বর্ণালংকার ও স্বামীর নগদ টাকা নিয়ে এক নববধূ উধাও 

প্রকাশ: ২০১৭-১২-০৪ ১৫:৩৪:১৭ || আপডেট: ২০১৭-১২-০৪ ১৫:৩৪:১৭

বীর কন্ঠ ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় স্বর্ণালংকার ও স্বামীর নগদ টাকা নিয়ে ইয়াসমিন আক্তার রিটা (১৯) নামের এক নববধূ উধাও হয়েছেন।

গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ একই এলাকার মাহমুদ হাসানের স্ত্রী।

গৃহবধূর স্বামী মাহমুদ হাসান বলেন, চলতি বছরের ২৯ সেপ্টেম্বরের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার মোহাম্মদ কালুর মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আমার বিয়ে হয়।

গত দুইমাস সে আমার সঙ্গে সুন্দরভাবে সংসার করে। কিন্তু শনিবার সন্ধ্যায় আমি বাইরে ছিলাম। বাসায় এসে দেখি সে কাউকে কিছু জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, যাওয়ার সময় আমার স্ত্রী ইয়াসমিন আক্তার তার কাছে রক্ষিত নগদ ২ লাখ টাকা, আমার দুই ভাবির রক্ষিত ও তার ব্যবহৃত প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার এবং জমির কয়েকটি দলিল নিয়ে যায়। এ ব্যাপারে আমি পেকুয়া থানায় লিখিত অভিযোগ করেছি।

 

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, স্বামীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।- জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *