admin
প্রকাশ: ২০১৭-১২-০৪ ১৬:০৫:৫৯ || আপডেট: ২০১৭-১২-০৪ ১৬:০৫:৫৯
স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করছে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম। উপজেলার বড়হাতিয়া এলাকা থেকে উক্ত কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ অভিযোগে ৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, নির্দিষ্ট বোঝাইয়ের অধিক পরিমান কাঠ বোঝাই ও পরিবহনের দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সড়কে অধিক বোঝাই পরিবহন ও সরকারি পাহাড়-জায়গা থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।