admin
প্রকাশ: ২০১৭-১২-০৫ ১৪:৪৪:৪৭ || আপডেট: ২০১৭-১২-০৫ ১৪:৪৪:৪৭
বীর কন্ঠ ডেস্ক:
কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ মোস্তফা কামাল (৪০) নামে একজনকে আটক করেছে র্যাব। কুমিল্লা শহরতলীর কাপ্তান বাজার পাকা রাস্তা এলাকা থেকে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক মোস্তফা কামাল কাপ্তান বাজার এলাকার মৃত আলী আকাবরের ছেলে।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২’র কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ আরিফুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কুমিল্লা শহরতলীর কাপ্তান বাজার পাকা রাস্তার মাথা এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলের ম্যাগাজিনসহ মোস্তফা কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।