চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে  বাড়ি ভাংচুর, পালিত গরু হত্যা 

প্রকাশ: ২০১৭-১২-০৬ ২৩:৪৪:৩৬ || আপডেট: ২০১৭-১২-০৬ ২৩:৪৪:৩৬

মিজবাউল হক, চকরিয়া  :

চকরিয়ায় ধান খেতে বসতঘরে আক্রমন চালিয়ে দলছুট বন্যহাতি হত্যা করেছে পালিত একটি গরু। এসময় ঘরের একাশং ভাংচুর করেছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং ঘোনার পাড়া এলাকায় দুলাল মিয়া নামের একজনের বাড়িতে ঘটেছে এ ঘটনা।

ফাসিয়াখালী রেঞ্জের রিংভং বিট কাম চেকপোস্টের ফরেস্টার এনামুল হক বলেন, পাহাড়ে খাদ্যাভাবের কারণে লোকালয়ে বসতঘরে হামলা চালায় বন্যহাতি। সদ্য ঘরে তোলা আমন ধান খেতে একটি দলছুট হাতি বসতঘরে হামলা চালায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছে। ওইসময় গোয়াল ঘরে থাকা একটি গরু আছড়িয়ে হত্যা করে ওই হাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *