admin
প্রকাশ: ২০১৭-১২-০৬ ১২:০৪:২৩ || আপডেট: ২০১৭-১২-০৬ ১২:০৪:২৩
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামের বাকলিয়া এনামুল হক মানিক (২৭) নামের এক ছাত্রলীগ নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে মানিককে হাসপাতালে নেওয়া হয়। তিনি বাকলিয়া থানার ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।