admin
প্রকাশ: ২০১৭-১২-০৬ ২১:০৭:৪৮ || আপডেট: ২০১৭-১২-০৬ ২১:০৭:৪৮
নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:
বান্দরবানের ৭টি উপজেলাসহ দুটি পেীরসভা এলাকার হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারীনেত্রী মিসেস মেহ্লাপ্রু মারমা। ৬ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত লামা-আলীকদমে ১টি পৌরসভাসহ ৮টি পয়েন্টে ১১ টি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠির মাঝে ৬ হাজার কম্বল (শীতবস্ত্র) বিতরণ করে চলছেন। ৬ ডিসেম্বর সরই ইউনিয়নের পরিষদ প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিতরণ শুরু করে, একই দিন বেলা ২টায় গজালিয়া ইউনিয়নের গতিরামপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
৬ ডিসেম্বর লামা উপজেলায় রাত্রিযাপন করে পার্বত্য প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশেসিং এমপি’র সহধর্মিনী মিসেস মেহ্লাপ্রু ৭ডিসেম্বর সকাল ১০টায় লামা ইউনিয়নের বৈল্যারচর, দুপুর ১২টায় রুপসিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে, বিকাল ৪টায় লামা পৌরসভার উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ করবেন। ওইদিন লামা রাত্রিযাপন করে ৮ ডিসেম্বর আলীকদমে বিতরণ শেষে লামায় রাত্রিযাপন করবেন। ৯ডিসেম্বর সকাল ১০টায় লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর বাজার, বেলা ২টায় ফাইতং ইউনিয়নের চিউরতলী বাজার ও বিকেল ৪টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করবেন।
দরিদ্র পিড়িত শীতার্থদের মাঝে কম্বল বিতরণে এমপি পত্নি এই মানবিক প্রয়াস; বিগত বছর থেকে লামা-আলীকদম উপজেলার সাধারণ মানুষের হ্নদয়ে স্থান করেনেন মিসেস মেহ্লাপ্রু। একজন জনদরদী নেতার যোগ্য পত্নি হিসেবে তিনি এলাকার সকল জনগোষ্টির কাছে বরনীয় একজন স্বার্থক নারী হিসেবে খ্যাতিলাভ করছেন বলে স্থানীয়রা মন্তব্য করেন। শীতার্থদের পাশে একজন নারীর সহমর্মিতা আগামী দিনগুলিতে সম্প্রীতির এই অঞ্চলের ভ্রাতৃত্ব আরো সু-দৃঢ় হবে বলে মনে করেন সচেতন সমাজ।