admin
প্রকাশ: ২০১৭-১২-০৬ ১৯:৪০:৪০ || আপডেট: ২০১৭-১২-০৬ ১৯:৪০:৪০
লোহাগাড়া অফিস :
লোহাগাড়া উপজেলায় ৬ ডিসেম্বর তিনটি চেক প্রতারণা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী জমির উদ্দিন পারভেজ কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া থানা পুলিশের এএসআই শাকিল রানা। তিনি সঙ্গিয় ফোর্স নিয়ে বড়হাতিয়া এলাকার তিন পথের মাথা নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে থাকে গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত জমির উদ্দিন পারভেজ উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদার ঘোনা এলাকার মোঃ ইউনুছের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দেওয়া তিনটি চেকের মূলে মোট ৭,৫০,০০০/=(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকার তিনটি চেক প্রতারণা মামলা রয়েছে। মামলা গুলো হল যথাক্রমে-সি.আর মামলা নং-৩০০/১৭ইং, সি.আর মামলা নং-২৯৯/১৭ইং ও সি. আর মামলা নং-২৯৮/১৭ইং। এই তিনটি মামলায় গত ২০ নভেম্বর আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি হয়।
এর প্রেক্ষিতে গতকাল ৬ ডিসেম্বর থানা পুলিশের এএসআই শাকিল রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় ফোর্স নিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযোগ রয়েছে আসামী জমির উদ্দিন পারভেজ বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছ থেকে ভিসা দেওয়ার আশ্বস্থ করে টাকা হাতিয়ে নেয়।
এল ৩৭৭ নং ছবির ক্যাপশান : লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় গ্রেফতারকৃত আসামী পারভেজ।