চট্টগ্রাম, , রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

admin

উত্তর কলাউজান সিকদার পাড়া জামে মসজিদ উদ্ভোধন করলেন: ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন

প্রকাশ: ২০১৭-১২-০৯ ১৫:০৫:০৬ || আপডেট: ২০১৭-১২-০৯ ১৫:০৫:০৬

মোঃ এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

৮ই ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর কলাউজান সিকদার পাড়ায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন ও নান্দনিক ডিজাইনে নির্মিত সিকদার পাড়া জামে মসজিদের উদ্ভোধন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, থানা ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মোহাম্মদ শাহজাহান পিপিএম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন হিরু।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক, উপজেলা আওয়ামীলীগ সদস্য মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজ্বী মোহাম্মদ ইছহাক দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ তৌহিদুল হাসান,একেএম পারভেজ, ছাত্রলীগ নেতা মোকতার হোসেন মানিক, আরিফুল ইসলাম এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *