চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

বিএনপি জামায়াত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল সর্বক্ষেত্রে: পটিয়া আ’লীগের সম্মেলনে  হানিফ

প্রকাশ: ২০১৭-১২-০৯ ১৭:৩৬:২৬ || আপডেট: ২০১৭-১২-০৯ ১৭:৩৬:২৬

বীর কন্ঠ ডেস্ক:

৭১ এর রাজাকার আর ৭৫ এর খুনীদের সাথে কোন আপোষ হবেনা উল্লেখ্য করে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল সর্বক্ষেত্রে। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাই আগামী নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই।

তিনি আজ শনিবার দুপুরে উপজেলা স্মৃতিসৌধ মাঠে পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সকাল ১০ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রিয় নেতা অসীম কুমার উকিল, দক্ষিণ জেলা অাওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাবেক সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী প্রমুখ।

সম্মেলনে পটিয়ার এমপি অালহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে শুধু পটিয়া নয় সারাদেশে বিএনপি জামায়াতের কোন লোক থাকবে না। তিনি দলের নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিকালে হল টু ডে কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রায় ৬ শতাধিক কাউন্সিলর সরাসরি ভোটে আ ক ম সামশুজ্জামান চৌধুরীকে সভাপতি ও মেয়র অধ্যাপক হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচন করেন।- পাঠক নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *