চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

admin

জেরুজালেম ঘোষণা : ভূমিকা রাখতে প্রস্তুত মালয়েশিয়ার সেনাবাহিনী

প্রকাশ: ২০১৭-১২-১০ ২২:৪৩:৩১ || আপডেট: ২০১৭-১২-১০ ২২:৪৩:৩১

 

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ‘পুরো মুসলিম বিশ্বের গালে চপেটাঘাত’ বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দরকার হলে তার দেশের সেনাবাহিনী জেরুজালেমে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

 

‘যে কোনো ধরনের পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুতি আছে। মালয়েশিয়ার সামরিক বাহিনী সবসময় প্রস্তুত, শীর্ষ নেতৃত্বের কাছ থেকে নির্দেশনার অপেক্ষা করছে।’ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হুসেইনের বরাত দিয়ে রোববার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

তিনি বলেন, ‘আসুন আমরা প্রার্থনা করি যাতে এই বিবাদের জেরে বিশৃঙ্খলা তৈরি না হয়।’

 

জেরুজালেম ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের নাটকীয় পরিবর্তনের পর ফিলিস্তিন অধিকৃত ভূখণ্ডসহ তুরস্ক, মিসর, জর্ডান, তিউনিশিয়া, আলজেরিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে। বার্তাসংস্থা এপি বলছে, রোববার প্রায় ১০ হাজার ইন্দোনেশীয় জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন।

 

এসময় বিক্ষোভকারীদের হাতে ‘মার্কিন দূতাবাস, জেরুজালেম ত্যাগ করো, ফিলিস্তিনি ও জেরুজালেমকে মুক্ত করো, আমরা ফিলিস্তিনিদের পাশে আছি’সহ বিভিন্ন ধরনের স্লোগান লেখা ব্যানার দেখা যায়।

সূত্র : আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *