চট্টগ্রাম, , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

admin

লোহাগাড়ায় আগুনে পুড়ে গেল ৮টি পরিবারের ৪ বসতঘর 

প্রকাশ: ২০১৭-১২-১০ ২১:৫২:৫৯ || আপডেট: ২০১৭-১২-১০ ২১:৫২:৫৯

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মৌলানা পাড়ায় আগুন লেগে ৮টি পরিবারের ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে। গত ৯ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টাই এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের নামগুলো হল যথাক্রমে মোহাম্মদ রুহুল আমিন, শহিদুল ইসলাম,আবু সুফিয়ান,আবু সাঈদ,ফরিদুল আলম,আবদুল মালেক,আবদুস শুক্বুর,আবছার,আনোয়ার,মোহাম্মদ আইয়ুব।

স্হানীয় সুত্রে জানা গেছে বসতঘরগুলোতে বৈদ্যুতিক তার থেকে আগুনের শর্ট লেগে  মুহুর্তের মধ্যে  চারদিকে আগুনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে ক্ষতিগ্রস্থরা জানান, ঘর থেকে কিছুই বের করা যায়নি। কাপড়- চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকার, ধান ও ফার্নিচারসহ প্রায়সব কিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা ফরিদুল আলম জানান, ২শ আড়ি ধানসহ তার ঘরের সবকিছু পুড়ে গেছে আগুনে। ক্ষতিগ্রস্থ সবার বক্তব্য একই, অবশিষ্ট বলতে কিছুই নেই। তারা মানবেতর দিনাতিপাত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *