চট্টগ্রাম, , রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪

Alauddin Lohagara

ইসলামাবাদ বোয়ালখালি থেকে থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার

প্রকাশ: ২০১৭-১২-১১ ২০:৩৭:৫১ || আপডেট: ২০১৭-১২-১১ ২০:৩৭:৫১

 

এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও:

কক্সসবাজার সদরের ইসলামাবাদ বোয়ালখালি থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের এএস আই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করে।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে বোয়ালখালি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *