admin
প্রকাশ: ২০১৭-১২-১১ ০১:২১:১১ || আপডেট: ২০১৭-১২-১১ ০১:২১:১১
বীর কন্ঠ ডেস্ক:
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিগত আট বছরে চট্টগ্রাম বন্দরে কোনো অসন্তোষ দেখা দেয়নি। অথচ লস্কর নিয়োগের ক্ষেত্রে একটি মহল বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর পেছনে রাজনৈতিক হীনস্বার্থ জড়িত থাকতে পারে। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বন্দর উপদেষ্টা কমিটির ১২তম সভায় সভাপতির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে দ্বায়িত্ব দিয়েছেন বলেই চট্টগ্রামে এসে কাজ করছি। বুকে হাত দিয়ে বলতে পারি, নিয়োগের ক্ষেত্রে আমি স্বজনপ্রীতি করছি না। সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই কাজ করছি। আমি নাকি ৯২ জন লস্কর নিয়োগ দিয়েছি। এর মধ্যে ৯০ জন মাদারিপুরের কেবল ২ জন চট্টগ্রামের। এ ঘোষণায় অনেকে বিভ্রান্ত হয়েছেন। লস্কর পদে ২৬ জেলা থেকে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ৮ বছরে ১১৫ পদে নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ৯৪৮ জনকে। ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন লয়েট লিস্টে বন্দরের অবস্থান ছিল ৯৮তম। বিগত আট বছরে ২৭ ধাপ এগিয়ে এবার ৭১তম অবস্থানে এসেছে। এটি প্রমাণ করে চট্টগ্রাম বন্দর পিছিয়ে নেই।’
সভায় বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, এবিএম ফজলে করিম চৌধুরী, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো.আবদুস সামাদ, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহুবুল আলম, বিজিএমইএ এর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান, চেম্বার পরিচালক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।
এছাড়া উপস্থিতি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দিন চৌধুরী, সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম, কমডোর শাহীন রহমান (হারবার অ্যান্ড মেরিন), প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) নজমুল হক, পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার, সচিব ওমর ফারুক প্রমুখ।- পরিবর্তন