Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১১ ২০:৪২:১০ || আপডেট: ২০১৭-১২-১১ ২০:৪২:১০
স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।এই উপলক্ষে আজ বিকেলে চসিক কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে চসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রতিবারের মত এবারও নিয়মিত কর্মসূচি পালন করবে চসিক। ১৩ ডিসেম্বর থেকে ১৫ডিসেম্বর পর্যনন্ত লালদিঘী নানামুখী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচি ও বিকেলে থিয়েটার ইন্সটিটিউটে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পরের দিন ১৭ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা সনদ অনুষ্ঠিত হবে।
সভায় শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি সভাপতি নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান,প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী,বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক উপস্থিত ছিলেন।