চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

Alauddin Lohagara

লোহাগাড়ায় শ্রেষ্ট জয়িতাদের সম্মাননা প্রদান ও অালোচনা সভা

প্রকাশ: ২০১৭-১২-১১ ২১:০৩:৩০ || আপডেট: ২০১৭-১২-১১ ২১:০৪:২৯

বীর কন্ঠ ডেস্ক:

শেখ হাসিনা’র বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ডিসেম্বর সকাল সাড়ে ১১টায়  মোস্তফা বেগম গালর্স  স্কুল এন্ড কলেজ মিলনাতায়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০১৭ উদযাপন  উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিসার  বিশেষ কর্মসূচির অংশ হিসেবে “জয়তি অন্বেষণে বাংলাদেশ ‘শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ দাশ, মোস্তফা বেগম গালর্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক অালহাজ্ব আবুল বশর।সাতকানিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন মোস্তাফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শানজিদা সিদ্দিকী রাহি।সভায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ২০১৭সালে শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চুনতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবি ও সাহিত্যিক মিসেস হোসনে আরা বেবী,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যাম জীবন শুরু করে নারী ক্যাটাগরীতে চুনতি ইউনিয়নের তসলিমা আকতারকে জয়িতা সম্মননা স্বারক সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।ক্রেষ্ট ও সার্টিফিকেট জয়িতাদের হাতে তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *