Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১১ ২০:৫৫:০৬ || আপডেট: ২০১৭-১২-১১ ২০:৫৫:০৬
মোঃ এরশাদ,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায় মোহাম্মদ আলমগীর (৩২) নামের অজ্ঞাত এক ব্যক্তি গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে হোটেল মিড ওয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের মেডিকেল-১ টিমের উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।