Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১২ ১৩:২৮:১০ || আপডেট: ২০১৭-১২-১২ ১৩:২৮:১০
এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম:
চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছেন অভিমানী স্বামী নাজিম উদ্দিন (৪০)। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার কবির আহমদের ছেলে। সোমবার দিনগত রাতে নগরীর ইপিজেড থানাধীন আজমল আলী সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে গুরুত্বর অসুস্থ হওয়ার পর চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।’