Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১২ ১৭:৪৫:০৬ || আপডেট: ২০১৭-১২-১২ ১৭:৪৫:০৬
বীর কন্ঠ ডেস্ক:
চিকিৎসা শেষে এক মাস পর চট্টগ্রামের নিজ বাড়িতে ফিরেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে মহিউদ্দিনকে নিয়ে নগরীর চশমা হিলের বাসায় পৌঁছান স্বজনরা। এর আগে ভোর ৫টায় মহিউদ্দিনকে নিয়ে সড়কপথে ঢাকায় স্কয়ার হাসপাতাল থেকে রওনা করেন তারা।
এসময় প্রিয় নেতাকে দেখার জন্য বাড়ির সামনে হাজারখানেক নেতাকর্মী জড়ো হন। মহিউদ্দিনের সঙ্গে ছিলেন তার বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. ওসমান বলেন, “বেলা ১টার দিকে বাসায় ফিরে বিশ্রামে রয়েছেন তিনি।”
উল্লেখ্য, কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর মহিউদ্দিনকে ১১ নভেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরদিন দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। সিঙ্গাপুরে ১১ দিনের চিকিৎসা শেষে ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা। এরপর তাকে আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।- সিটিজি টাইমস