Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১২ ০০:১৭:২৫ || আপডেট: ২০১৭-১২-১২ ০০:১৭:২৫
দ্বৈরথ
ফেরদৌসী পাপড়ী
পোড়া মন বড়ই লোভী
ফুল নেবে, কাঁটা নেবে না;
মেনে কি নেয় এই পৃথিবী !
ভালবাসার দহন কালে
কারণ-অকারণ, অভিমানে,
জ্বলে যখন এই দেহ-মন
বাহির বলে কথা বলব না
আর কোন দিন ভালবাসব না।
ভেতর বলে হে প্রিয় মুঠোফোন
আকাশ-বাতাস বিদীর্ণ করে ,
বেজে ওঠ, না করে দেরী !
বয়ে আন প্রিয়তমের দরাজ কন্ঠ
সুমধুর ভালবাসার অমৃত বাণী।
যা শ্রবণ করে নিভে যাক অন্তরদাহ
নিভে যাক অগ্নেয়গিরির অগ্নুত্পাত।
সাধ মিটিল না, কভু মিটিবে না ।
আহরে জীবন, আহরে জীবন ।
যদি আর একটু সহজ হত;
সরল পক্ষে সহজ চলা;
কিবা এমন ক্ষতি হত?