চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

পেকুয়ায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশ: ২০১৭-১২-১২ ২৩:১৬:০৭ || আপডেট: ২০১৭-১২-১২ ২৩:১৭:৫২

মিজবাউল হক, চকরিয়া  : 

পেকুয়ায় বেসরকারী এক স্কুল শিক্ষকের উপর রাতের আঁধারে হামলা চালিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। ওই শিক্ষককে লাঠি, লোহার রড়, হাতুড়ি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত জখম করেছে।  রবিবার সন্ধা ৭টার দিকে বারবাকিয়া বাজারের পূর্ব পার্শ্বে রাস্তার উপর এঘটনা ঘটে। ঘটনার বিবরণে প্রকাশ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নস্থ প্রতিশ্রুুতি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রুহুল ইমরান প্রতিদিনের মতো বাড়ি থেকে বারবাকিয়া বাজারে আসছিলেন। এসময় ওই এলাকার মাহমদুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৫) এর নেতৃত্বে ২-৩ জন সহযোগি সহ শিক্ষক রুহুল ইমরানের উপর হামলা করে। এসময় হামলাকারিরা তাকে চাকু, লোহার রড়, হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় পেকুয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে হামলাকারিরা প্রভাবশালি হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমা করতে সাহস পাচ্ছে না শিক্ষক রুহুল ইমরান। স্থানীয়রা জানান, বারবাকিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নাজিরপাড়া বাসিন্দা মাহমুদুল হকের ছেলে শহিদুল ইসলাম তার সশস্ত্র বাহিনী নিয়ে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করছে। উল্লেখিত বাহিনীর অপতৎপরতায় এলাকাবাসি অতিষ্ঠ হয়ে পড়ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা। এব্যাপারে পেকুয়া থানার অফির্সাস ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন শিক্ষক রুহুল ইমরানকে পিঠিয়ে আহত করার বিষয়টি শুনেছি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *