চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

প্রকাশ: ২০১৭-১২-১৪ ১৪:১৮:২৬ || আপডেট: ২০১৭-১২-১৪ ১৪:১৮:২৬

বি.কে বিচিত্র,বান্দরবান : 

শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ১৪ই ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ১২.০১ মিনিটে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এছাড়াও শহীদের স্মরণে বিশেষ মোনাজাদ অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের একের পর এক হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর রাজাকাররা। শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক ,সাংবাদিক বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে বর্বর কায়দায়। একাত্তরের মুক্তিযুদ্ধের তখন চূড়ান্ত পর্যায়। হানাদার পাকিস্তানি বাহিনী প্রায় পর্যুদস্ত। তখনই ১০ থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে তালিকা ধরে বুদ্ধিজীবী হত্যার ঘৃণ্যতম অপকর্মটি করে ঘাতক চক্র। তাদের উদ্দেশ্য ছিল বিজয়ী বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেয়া যাতে ভবিষ্যতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এ সময় সান্ধ্য আইনের মধ্যে রাতের আঁধারে তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের বাসা থেকে অপহরণ করে চোখ বেঁধে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ১৪ই ডিসেম্বর চারদিকে যখন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের রব, ঠিক তখনই পাকিস্তানি ঘাতকরা মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সন্তোষ ভট্টাচার্য, শহীদুল্লাহ কায়সার, সিরাজুদ্দিন হোসেন, আবুল খায়ের, গিয়াসউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, আনোয়ার পাশা, নিজাম উদ্দিন আহমেদ, রশিদুল হাসান, সিরাজুল হক খান, ডা. আলীম উদ্দিন, ডা. ফজলে রাব্বি, নাজমুল হক, খন্দকার আবু তালেব, ডা. আমির উদ্দিন, সাইদুল হাসান প্রমুখ বুদ্ধিজীবীকে হত্যা করে। এ ছাড়া অনেক বুদ্ধিজীবীকে তুলে নিয়ে যায়। যাদের আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। এরপর থেকেই প্রতি বছর ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে দেশবাসী।এসময়  কলেজ কমিটির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ছাত্রাবাস শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে।এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু, কলেজ কমিটি, বঙ্গবন্ধু ছাত্রাবাস শাখার নেতাকর্মী, ও শিক্ষার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *