চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

মিয়ানমারে কমপক্ষে ৬,৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে: এমএসএফ

প্রকাশ: ২০১৭-১২-১৪ ১৪:৩৪:০০ || আপডেট: ২০১৭-১২-১৪ ১৪:৩৪:০০

আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা’দের ওপর চালানো নির্যাতনকে “ভয়ঙ্কর” বলে বর্ণনা করেছে এমএসএফ

মিয়ানমারে আগস্টে সহিংসতা ছড়িয়ে পরার পর এক মাসে অন্তত ৬ হাজার ৭’শ রোহিঙ্গা হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)।

বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপরে করা এক জরিপ শেষে এই তথ্য জানায় দাতা সংস্থাটি।এমএসএফ বলছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত “ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত” এটি।

মিয়ানমার সেনাবাহিনী “সন্ত্রাসবাদী”দের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে।

এমএসএফ’এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।- বিবিসি বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *