চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়া উপজেলা প্রশাসনের  অায়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

প্রকাশ: ২০১৭-১২-১৪ ১৮:৫৩:২০ || আপডেট: ২০১৭-১২-১৪ ১৮:৫৩:২০

আলাউদ্দিন :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলমের সভাপতিত্বে থানা অফিসার ইনচার্জ মুহা: শাহজাহান পিপিএম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা নির্বাচন অফিসার মো: আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এস.কে শাসসুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

বকা্তরা বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের ঠিক আগে আলবদর, আলসামস, রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে পাক হানাদার বাহিনী এ দেশের অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা মূলত এ দেশকে মেধাশূন্য করার জন্যই এমন জঘন্য কাজটি করেছিল।

তবে বীরের জাতি ‘বাঙালীরা’ তাদের  সে উদ্দেশ্য সফল করতে দেয়নি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। সারা বিশ্বে আজ আমরা প্রশংসিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *