চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

আজ ১৫ ডিসেম্বর পুটিবিলা দিবস

প্রকাশ: ২০১৭-১২-১৫ ০০:২৯:০৪ || আপডেট: ২০১৭-১২-১৫ ০০:২৯:৫৪

[starlist][/starlist]

 

স্টাফ রিপোর্টার :

আজ ১৫ ডিসেম্বর চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয় ছিল মুক্তিযোদ্ধাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি।

১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে গ্রুপ কমান্ডার ক্যাপ্টেন একেএম সামশুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস মুক্তিযোদ্ধা পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে ঘাঁটি স্থাপন করেন।

এই ঘাঁটি হতে-ই চট্টগ্রামের চন্দনাইশ(দোহাজারী) থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযোদ্ধারা। একই সাথে প্রশিক্ষণ ক্যাম্প এবং কন্ট্রোল পয়েন্ট হিসেবে এই ঘাঁটি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর এ এলাকা পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়। প্রতিবছর ১৫ ডিসেম্বরকে ‘পুটিবিলা দিবস’ হিসেবে পালন করেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *