চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

পদুয়ায় আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধা বৃত্তি পরিক্ষা সম্পন্ন 

প্রকাশ: ২০১৭-১২-১৫ ১৪:২২:৪২ || আপডেট: ২০১৭-১২-১৫ ১৪:২২:৪২

আলাউদ্দিন:

লোহাগাড়ায় উপজেলার পদুয়ার সমাজিক সংগঠন আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪র্থ তম মেধা বৃত্তি পরীক্ষা-১৭ইং সফল ভাবে সম্পন্ন  হয়েছে ।

১৫ ডিসেম্বর সকালে পূর্ব বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকা থেকে ১১টা ঘটিকা পর্যন্ত চলে পরীক্ষা । এতে ৩৬টি প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন ।

মেধা বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন বার আউলিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যাপক মাওলানা মোস্তাক আহমদ , কলাউজান শাহ রশিদিয়া মাদ্রসার অধ্যাপক মোঃ হাসান , পূর্ব বাগমুয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবিদ মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক , পদুয়া ওয়ার্ডবাড়ি সরকারি প্রথামিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার শাহ আলম , তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন , সুখছড়ি রহমানিয়া মাদ্রসার সহ -সুপার মাওলানা হামিদুল হক , শিক্ষাক মাস্টার মনছুর আলম , খালেদ হোসেন , খোরশেদ ,আকতার কামাল .হাফেজ ইসমাঈল, রশিদ.আমিরুলসহ সংগঠনের সদস্যবৃন্দ ।

আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট’র সদস্য সচিব মোস্তাক আহমদ জানান, আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন। সংগঠনটি সমাজ উন্নয়নের পাশাপাশি শিক্ষার  ক্ষেত্রেও  অবদান রাখতে প্রতিবছর মেধা বূত্তি পরীক্ষার আয়োজন করে।

এ পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হিসেবে অনন্য ভূমিকা পালন করবে। এদিকে  ৪র্থ বারের  মত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *