Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১৬ ২০:০৩:৫২ || আপডেট: ২০১৭-১২-১৬ ২০:০৩:৫২
এইচ এম তৈয়ব জালাল:
কক্সবাজার সদর উপজেলার দ্বীনি ও আধুনিকতার পরিচালিত বৃহত্তর ঈদগাহ’র একমাত্র শিশুবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামাবাদ দারুস্সালাম একাডেমীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ই ডিসেম্বর শনিবার সকাল ৮ঘটিকার সময় জাতীয় কুরআন তেলাওয়াত, সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু করে।
একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মৌলানা নূরুল আলম ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোজাহের আহমদের নেতৃত্বে বিশাল বিজয় র্যালি শাহ ফকিরা বাজার হয়ে একাডেমির আশপাশে প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রধান শিক্ষক হাফেজ মৌলানা নূরুল আলম ও সিনিয়র আরবী হাফেজ নূরুল হুদার সঞ্চালনায় একাডেমির হল রুমে আলোচনা সভার আয়োজন করে। এতে বিজয় দিবসের উপর বক্তব্য রাখেন, একাডেমির শিক্ষাপরিচালক সাংবাদিক হাফেজ মৌলানা ক্বারী মোহাম্মদ তৈয়ব জালাল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মনির আহমদ, উম্মে সালমা, তাসলিমা আক্তার, হাফেজ ইয়াহিয়া, হাফেজ হারেছসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাড়ে ৪ শতাধিক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।