Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১৬ ১৯:২৫:৪০ || আপডেট: ২০১৭-১২-১৬ ১৯:২৬:৩৫
মোঃ এরশাদ আলম,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মেহের আলী মুন্সির পাড়া ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৩তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল ১৫ই ডিসেম্বর (শুক্রবার) বাদে আছর হতে মেহের অালী মুন্সির পাড়াস্থ মতিউর রহমানের দোকান সংলগ্ন মাঠে অনুষ্টিত ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ১৩তম সিরাতুন্নবী (সঃ) মাহফিলে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি হারুন ফছিউল্লাহ মানিক, ও সাবেক সভাপতি রফিউদ্দিন মোঃ তানভিরের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন,অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন মাওলানা আব্দুল মালেক ইসলাহী (সিলেট)। মেহের আলী মুন্সির পাড়ার কৃতি সন্তান আবুল মকছুম এন সঞ্চালনায়বিশেষ অালোচক হিসেবে আলোচনা পেশ করেন, মাওলানা মুফতি শামছুদ্দিন,আমিরাবাদ রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসা, লোহাগাড়া।
বিশেষ বক্তা হিসেবে আরো আলোচনা পেশ করেন, সুফি ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মোমেন।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, মেহের আলী মুন্সির পাড়ার প্রবীণ আলেমেদ্বীন মাহমুদুল হক আনসারী ও হাফেজ মাহফুজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আহমদ, সংগঠনের সদস্য মোঃ সাকিবুল হাসান, পারবেজ, জিহান, সাইফুল, মহসিন সহ সংগঠনের সকল সদন্যবৃন্দরা।