Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১৬ ২৩:২৫:৪০ || আপডেট: ২০১৭-১২-১৬ ২৩:২৫:৪০
এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম :
৪৭ তম মহান বিজয় দিবস পালন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে কাউন্সিলর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে এবং নগর ভবনে জাতির পিতা’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপি কমসূচি’র সুচনা করেন।
সকালে বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিটি মেয়র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেলে নগর ভবনের পার্কিং স্পটে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সিটি মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, এইচ এম সোহেল, শৈবাল দাশ সুমন, সাহেদ ইকবাল , জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।