Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১৮ ০০:২৪:৩৭ || আপডেট: ২০১৭-১২-১৮ ০০:২৪:৩৭
এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম:
ছেলেকে পছন্দের স্কুলে ভর্তি করানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে মো: শামসুল হক (৪৫) নামে এক অভিভাবক আটক হয়েছেন। আটক শামসুল হক বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকার মিন্নত আলীর ছেলে।রোববার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের কক্ষ থেকে তাকে আটক করা হয়।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ছেলেকে স্কুলে ভর্তির জন্য তদবির নিয়ে আসেন শামসুল হক। এ সময় তিনি একটি খাম এগিয়ে দিয়ে তার ছেলেকে সরকারি স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেয়ার অনুরোধ জানান। খামটি খুলে দেখি নগদ ৩০ হাজার টাকা। ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, ঘুষ দেওয়ার সময় হাতেনাতে আটক ওই ব্যক্তিকে হাজতে পাঠানো হয়েছে।