চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়ায় একদিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এস.এস.সি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২০১৭-১২-১৮ ২১:০৬:৫৫ || আপডেট: ২০১৭-১২-১৮ ২১:০৬:৫৫

লোহাগাড়া অফিস :

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে একদিনের ব্যবধানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  আরো একজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।  ১৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় ধলিবিলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোজাম্মেল হোসেন (১৬)। সে ওই এলাকার প্রবাসী ফজলুল হকের পুত্র এবং পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ২০১৮ ইং সালের পরীক্ষার্থী। স্থানীয় মেম্বার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় মোজাফফর আহমদ তার বাড়ি থেকে দোকানে বিদ্যুৎ সংযোগ (সাইট লাইন) নেয়। ওই বিদ্যুৎ লাইন নিহতের বাড়ির উপর দিয়ে যায়। ঘটনারদিন তাদের বসতভিটার গাছ কর্তন করার সময় বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। অসাবধান বশতঃ বিদ্যুৎ লাইনের তার সরাতে দিয়ে সে (মোজাম্মেল) বিদ্যুস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *