চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

Alauddin Lohagara

আজ চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরতুন্নী (সা.) মাহফিলের আখেরী মোনাজাত

প্রকাশ: ২০১৭-১২-১৯ ১০:০১:১৯ || আপডেট: ২০১৭-১২-১৯ ১০:০১:১৯

স্টাফ রিপোর্টার :

লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের আজ আখেরী মোনাজাত। এ উপলক্ষ্যে মাহফিল পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অলিকুলে শিরোমনি আশেকে রাসুল (সা.) হযরত শাহ ছাহেব কেবলা (রাহ:আ.) চুনতি কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের ৪৭ তম অধিবেশনের শেষ দিন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সমাপনী দিবস ও দিনগত রাতে বুধবার ফজরের আগে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।  

 

গত ১ ডিসেম্বর মাহফিলে সীরতুন্নবী (সা.) শুরু হয়। আল-কুরআনের শিক্ষা ও মহানবী (সা.) এর জীবনাদর্শ ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষে ১৯৭২ খ্রিস্টাব্দ মোতাবেক ১৩৯২ হিজরি ১২ রবিউল আউয়াল সর্ব প্রথম অশ্রুতপূর্ব সীরতুন্নবী (সা.) নামে ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের ঘোড়া পত্তন হয়। হযরত শাহ্ ছাহেব কেবলা (রাহ:আ.) সীরত মাহফিল বিশ^ব্যাপী নবী করিম(সা.) এর সুন্নতের প্রসার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯ দিনব্যাপী  স্থায়ী মাহফিলের অনুষ্ঠান সূচির আলোচ্য বিষয়াদীর পর্যালোলোচনা সীরত মাহফিলের মূখ্য উদ্দেশ্য।  ১৯ দিন ব্যাপী দেশের বড় বড় আলেমগণ এখানে তকরির পেশ করেন।

 

সমাপনী দিবসে সকাল ৯ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথম অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনে ওয়ায়েজ করবেন চট্টগ্রামের চন্দনাইশের মাওলানা ইউচুপ বিন নূরী, বাদে জোহর আলহাজ্ব  মাওলানা কাজি মুহাম্মদ নাছির উদ্দিন, বাদে আছর আলহাজ্ব ড. মাওলানা সায়িইদ হামিদ, বাদে মাগরিব ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাওলানা আহসান সাইয়িদ, বায়তুশ শরফের পীর সাহেব কেবলা  আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন(রাহ:আ.), বাদে এশা ঢাকা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুখলিছুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুম’আ পূর্ব আলোচক মাওলানা খন্দকার মাহবুবুল হক, প্রখ্যাত মুফচ্ছিরে কোরআন মাওলানা নাজিম উদ্দিন মোল্লা, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহদিুল ইসলাম বারাকাতি ও ঢাকা উত্তর বাড্ডা কামিল মাদরাসা জামে মসজিদের খতিব  আলহাজ্ব মাওলানা জাকারিয়া আল্ হোসইনি। ওয়াযেজ শেষে মাহফিল পরিচালক সমাপনী বক্তব্য রাখার পর মিলাদ শরীফ শেষে আখেরী মোনাজাত।  রাত ব্যাপী মাহফিলে আগত মেহমানদের জন্য খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *