Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২০ ১৩:৫২:৩১ || আপডেট: ২০১৭-১২-২০ ১৩:৫২:৩২
বীর কন্ঠ ডেস্ক:
টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নুর বেগম নামে এক রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের সি ব্লকের এমআরসি নং-০৫৩০৩, শেড নং ৮১৩/৩নং থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুর বেগম (১৭) উল্লিখিত ক্যাম্পের বাসিন্ধা আবুল কাশেমের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী এক রোহিঙ্গা যুবকের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল নুর বেগমের। পারিবারিকভাবে এ সম্পর্ক মেনে নেয়া হয়নি। মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে তাকে বিয়ের জন্য বাবা-মা চাপ দেয়। বিয়েতে রাজি না হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় নুর বেগম।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, পিতার সঙ্গে অভিমান করে এই রোহিঙ্গা তরুণী আত্মহত্যা করতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।