চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Alauddin Lohagara

লোহাগাড়া উপজেলা কৃষকলীগের কর্মী সমাবেশ অনুষ্টিত

প্রকাশ: ২০১৭-১২-২১ ২০:৫৯:২৫ || আপডেট: ২০১৭-১২-২১ ২০:৫৯:২৫

স্টাফ রিপোর্টার  :

লোহাগাড়া উপজেলা কৃষকলীগ মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর বিকেলে আমিরাবাদ ইউপি কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিউল করিম আতিক।

 

উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আবদুল রাজ্জাকের সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম এ গণি সম্রাট।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম. এ ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এসএম আবদুল জব্বার, দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রফিক, মোয়াজ্জেম হোসেন বাদল, দক্ষিণ জেলা কৃষকলীগের সদস্য মোহাম্মদ আলী, আবু হোসেন সবু।

 

উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবু নিতাই চৌধুরী, আওয়ামীলীগ নেতা এরশাদ হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার এবং কৃষিবান্ধব সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হওয়ার আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *