Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২২ ২০:৫০:১৮ || আপডেট: ২০১৭-১২-২২ ২০:৫০:১৮
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে ছাদের বাগানে লাগানো ফুলের গাছে পানি দেয়ার সময় পা পিছলে পড়ে আকতার আহমেদ (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পশ্চিম বাকলিয়ার ১৩৭ নম্বর ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন আকতার আহমেদ। তিন তলা ওই ভবনের ছাদের বাগানে ফুল গাছ লাগানো হয়েছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ সেরে সেই বাগানে পানি দিতেন তিনি। শুক্রবার সকালে পানি দেওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাত পান। সকাল ৮টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।