Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২২ ২০:১৯:৫৮ || আপডেট: ২০১৭-১২-২২ ২০:১৯:৫৮
নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধিঃ
কথায় অাছে প্রেম মানেনা জাত মান কূল ধর্ম।তাই অাজ প্রমাণ করলেন অালীকদমের পাভেল মারমা (২৪)।
পুরো নাম পাভেল মারমা।পিতা মংওয়াই মাতা,মাতাঃঅংচেনু মারমা,গ্রামঃনোয়াপাড়া ৩নং ওয়ার্ড,উপজেলা অালীকদম,বান্দরবান পার্বত্য জেলা।অাজিজনগর রয়েল টেক্সটাইল মিলসে সিকিউরিটি গার্ডের চাকুরি করেন।দীর্ঘ ৫/৬ বছর ধরে চকরিয়ার একটি মেয়ের সাথে গভীরতম ভালোবাসা।দুজন দুজনার খুব কাছে যেতে ধর্ম বাধার দেয়াল হয়ে দাঁড়ালে সে মেয়েটির ইচ্ছানুযায়ী নিজ বৌদ্ধ ধর্ম ত্যাগ করে গত ২৯নভেম্বর চকরিয়া বায়তুশ শরফ জামে মসজিদে গিয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন।তার ইচ্ছানুযায়ী তার নাম রাখা হয় মোঃ অাল অামিন।সে অাগামী সপ্তাহে তার বিয়ের কাজ সম্পন্ন হবার সম্ভাবনা রয়েছে। তাই সকলের নিকট দোয়া চেয়েছেন।