চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

সরই নয়,অাজিজনগরই একমাত্র উপজেলার দাবিদার

প্রকাশ: ২০১৭-১২-২২ ২১:৪৫:০২ || আপডেট: ২০১৭-১২-২২ ২১:৪৫:০২

নাজিম উদ্দিন রানা:

দু-দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে লামাকে দু-ভাগ করে সরইকে উপজেলার করার লক্ষ্যে জনমত সৃষ্টির গণ-বিজ্ঞপ্তিটা দেখার পর ব্যথিত হলাম।

দেখলাম অাজিজনগরের সচেতন মহলের নজরে বিষয়টি অাসার পর প্রতিবাদের বণ্যা বইতে শুরু করেছে।এর অাগে ও বৃহত্তর অাজিজনগরকে দু-ভাগে ফাইতং নামক  অারেকটি ইউনিয়নের সৃষ্টি হয়েছে।লামা উপজেলার সংখ্যা গরিষ্ট ইউনিয়টি দু ভাগ হবার পর অনেকটা ছোট হয়ে এসেছে।

অাসল কথায় অাসা যাক।শুধু লামা উপজেলা নয়,বান্দরবানের সমৃদ্ধশালী জনপদ অাজিজনগর।যোগাযোগ,শিক্ষা,স্বাস্হ্য সেবা প্রতিটি ক্ষেত্রে অাজিজনগর এগিয়ে।বান্দরবানের একমাত্র শিল্পনগরী ও এটি।বান্দরবানের তিনটি শিল্প কারখানার তিনটিই অাজিজনগরে অবস্হিত।অাজিজনগরকে উপজেলা করার জন্য যে সমস্ত উপাদান দরকার অাশা করি এর প্রতিটা অাজিজনগরে রয়েছে।

চট্রগ্রাম ককসবাজার হাইওয়ে সড়কের পাশে এর অবস্হান অার তিন উপজেলার মোহনা এটি(লামা,চকরিয়া,লোহাগাড়া) শুধু তাই নয় সম্প্রতি মাননীয় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর অান্তরিক প্রচেষ্টায় অাজিজনগর হতে সরই,গজালিয়া ও লামার সাথে যোগাযোগের রাস্তার কাজ নব্বই ভাগ সম্পন্ন হয়েছে।যা দিয়ে ইউনিয়ন গুলোর সাথে সহজে যোগাযোগ করা যাবে।অাজিজনগরে রয়েছে –

 

#৩টি শিল্প কারখানা

#২টি কলেজ

#২টি উচ্চ বিদ্যালয়

#১টি দাখিল মাদ্রাসা

#৫টি প্রাথমিক বিদ্যালয়

#পরিবার পরিকল্পনা কেন্দ্র ২টি

#ইসলামিক মিশন হাসপাতাল ১টি

#কমিউনিটি ক্লিনিক ৫ টি

#পোষ্ট অফিস ১টি

#খাদ্য গুদাম

#ব্যাংক ৩টি

#কর্মরত এন জি ও প্রায় ১০টি

#প্রাইভেট হাসপাতাল ১টি

#পুলিশ ক্যাম্প একটি

#হর্টিকালচার সেন্টার ১টি। স্বল্পতম সময়ের মধ্যে এখানে প্রায় দু কোটি টাকা ব্যয়ে ট্রেনিং সেন্টার চালু হতে যাচ্ছে।

#রয়েছে অসংখ্য মসজিদ,মন্দির,গীর্জা,পেগোডা।

 

বান্দরবানের একমাত্র ব্যবসার প্রাণকেন্দ্র এটি।প্রধান হাইওয়ে সড়কের সাথে এটি লাগোয়া হওয়াই এখান কার কৃষি উৎপাদিত পণ্যগুলো সহজেই দেশের বিভিন্ন প্রান্তে নেয়ে যায়।

এখানে রয়েছে সম্প্রিতি।প্রতিটি ধর্মের মানুষদের মর্যাদাপূর্ণ সহ অবস্হান।নেই কোন ধর্মিয় উম্মাদনা, জাতিতে বিবেদ কিংবা সাদা কালোয় ফারাক।

এত কিছু থাকার পরে ও জানিনা কারা শতবছর এগিয়ে যাওয়া অাজিজনগরকে শত বছর পিছিয়ে ফেলার ষড়যন্ত্রে নেমেছে? এরা কারা?

উত্তর সহজ!সরইতে কিছু ইষ্ট ইন্ডিয়া কোং অার ভূমিদস্যু নামক হায়েনাদের অাচড় লেগেছে।অন্য কোন উদ্দ্যেশ্য নয়-কারো সুবিধার কথা বিবেচনায় নয় তাদের নামমাত্র টাকায় কেনা ভূমিগুলো কোটি কোটি টাকায় উন্নীত করার ষড়যন্ত্র চলছে প্রতিনিয়ত।এরা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে প্রিয় লামাকে তছনছ করে দেবার যুদ্ধে নেমেছে।

কালো টাকার কাছে জিম্মি হয়ে সরইকে উপজেলা ঘোষনা হবে হটকারি সিদ্ধান্ত।

 

অাজিজনগরবাসির পক্ষ থেকে প্রিয়নেতা মাননীয় প্রতিমন্ত্রী  বীর বাহাদুর এম,পি মহোদয়ের   নিকট বিনয়ের সহিত অাবেদন জানাবো অাজিজনগরবাসীকে অনেক দিয়েছেন।দয়াকরে অামাদের উপজেলা টুকু ঘোষনা করে অামাদের প্রাণের দাবিটুকু পূরণ করে দিন।কেননা অাপনিই অামাদের একমাত্র অভিভাবক, প্রেরণার বাতিঘর।

অাজিজনগরবাসী অাজীবন কৃতজ্ঞ চিত্তে অাপনাকে স্মরণ রাখবে।

সরই নয়-অাজিজনগরকে উপজেলা ঘোষনা করা হোক।

 

অাজিজনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান,উন্নয়নের কান্ডারী,নতুন প্রজন্মের প্রতিনিধি জননেতা মোঃ জসিম উদ্দীন কোং,র বলিষ্ট ভূমিকা অাজিজনগর বাসীর প্রাণের দাবি উপজেলা বাস্তবায়নের পথ অনেকটা সুগম হবে এ প্রত্যাশা অবহেলিত অাজিজনগরবাসীর।

দল,মতের ভেদাভেদ ভূলে অাসুন একি কাতারে মিলিত হয়ে স্বোচ্ছার কন্ঠে বলি “সরই নয় -অাজিজনগরকে উপজেলা ঘোষনা করা হোক”.।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *