চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

মহিউদ্দিনের চশমা হিলের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৭-১২-২৩ ২০:৪৬:৫২ || আপডেট: ২০১৭-১২-২৩ ২০:৪৬:৫২

বীর কন্ঠ ডেস্ক:

সদ্য প্রয়াত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ষোল শহর ২ নম্বর চশমা হিলের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চট্টগ্রাম নেভাল একাডেমি পরিদর্শন শেষে তিনি মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন। জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী। তিনি রোববার সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত আছে।

মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘রোববার নেভাল একাডেমি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসায় আসার কথা রয়েছে। শোক-সন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে এবং বাবার কবর জেয়ারত করার জন্য তিনি বাসায় আসবেন। বাসায় তিনি কিছু সময় কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।’

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান বলেন, ‘চশমা হিলের প্রবেশপথ খুবই সরু। সার্বিক নিরাপত্তার বিষয়টিকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। শনিবার রাতে নিরাপত্তার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক আছে।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।  – পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *