Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৪ ১৮:১২:৫৭ || আপডেট: ২০১৭-১২-২৪ ১৮:১২:৫৭
বীর কন্ঠ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নেভাল একাডেমী থেকে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসার পৌঁছেছেন। বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে কৌতূহলী নেতাকর্মীদের ভিড় সড়কের দুই পাশে।
প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় পৌঁছেন রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে। এসময় তাকে বরণ করে নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং পরিবারের সদস্যরাসহ দলের নির্ধারিত নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রীর আগমনে দুই নম্বর গেট থেকে চশমা হিল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন এবং মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন।-পরিবর্তন